
আমাদের দেশের প্রাচীনঐতিহ্য গুলির মধে রাজশাহীর পুঠিয়া বাজারে অবস্হিত শিবমন্দিরটি একটি। পাঁচ আনি জমিদার রানি ভুবনময়ী দেবী এ মন্দির নির্মাণ করেন ১৮২৩ সালে। শোনা যায়, এই শিবমন্দিরেই আছে এশিয়ার সবচেয়ে বড় শিবশিলা। এ শিবমন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এ রকম অনেক প্রাচীনঐতিহ্য। এগুলি সংস্কার এবং রক্ষায় সরকার কে এগিয়ে আসা উচিৎ। কারন এ সমস্ত প্রাচীনঐতিহ্য্ গুলি বিদেশি পয্যটকদের কাছে উপস্হাপনের মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।





No comments:
Post a Comment