আমাদের দেশের প্রাচীনঐতিহ্য গুলির মধে রাজশাহীর পুঠিয়া বাজারে অবস্হিত শিবমন্দিরটি একটি। পাঁচ আনি জমিদার রানি ভুবনময়ী দেবী এ মন্দির নির্মাণ করেন ১৮২৩ সালে। শোনা যায়, এই শিবমন্দিরেই আছে এশিয়ার সবচেয়ে বড় শিবশিলা। এ শিবমন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এ রকম অনেক প্রাচীনঐতিহ্য। এগুলি সংস্কার এবং রক্ষায় সরকার কে এগিয়ে আসা উচিৎ। কারন এ সমস্ত প্রাচীনঐতিহ্য্ গুলি বিদেশি পয্যটকদের কাছে উপস্হাপনের মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
Friday, December 10, 2010
প্রাচীন শিবমন্দির
প্রাচীন শিবমন্দির
শিবমন্দির
এশিয়ার সবচেয়ে বড় শিবশিলা
শিবমন্দিরের ভেতরে করিডর
শিবমন্দিরের সামনে থেকে
শিবমন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ মন্দির
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment