Thursday, December 16, 2010

বিজয় দিবস

আমরা ভুলে যাই,আমাদের অতিত ইতিহাস । বাংলাদেশের ইতিহাস। ইতিহাসের বই এর পাতায় প্রতিনিয়ত চলে ঘসা মাজা। বিভ্রান্ত করছি নতুন প্রজন্মকে।ধিরে ধিরে আমাদের মনে দেশাত্ববোধ কমে যাচ্ছ।যে দেশ কে স্বাধীন করার জন্য ৩০লক্ষ মানুষ কে প্রাণ দিতে হল । কিভাবে আমরা ভুলে যায় সে সব অতিত ইতিহাস। যে জাতি তার নিজের অস্তত্ব কে অস্বীকার করে সে জাতির ভবিশ্যৎ কি? স্বাধীনতার ৪০ বছর পর এ সব প্রশ্নের উত্তর আমাদের কেই খুজে বের করতে হবে। আমরা কোথা থেকে আসছি, আর কোন পথেই বা চলেছি।
শহিদ বুদ্ধজীবিদের ছবি...

রায়ের বাজার বধ্যভুমিতে ১৫ই ডিসেম্বর ১৯৭১...