আমাদের দেশে প্রতি বছর শিতের সময় প্রচু্র পরিমানে অতিথী পাখি আসে।এই সমস্ত পাখি গুলি আসে শীত প্রধান দেশ গুলো থেকে।প্রচন্ড শীতে পাখিগুলি একটু উষ্নতার জন্য আমাদের দেশে আসে,তাই আমরা এদের কে অতিথী পাখি বলি।এরা শীত শেষ হওয়ার সাথে সাথে এ দেশ থেকে চলে যাই।এ সমস্ত পাখি গুলি পরিবেশের ভারসাম্য রক্ষাই অগ্রণী ভুমিকা পালন করে।প্রতি বছর প্রচুর পাখি শিকারীদের হাতে মারা যায়।আমাদের উচিৎ এদের কে রক্ষা করা।এরা আমাদের অথিতি।আসুনা আমরা সকলে অথিতি পাখি রক্ষাই এগিয়ে আসি।




