Tuesday, March 29, 2011

আমাদের ইতিহাস ও ঐতিয্যে লাঠি খেলা


ইতিহাস ও ঐতিয্যে লাঠি খেলা

লাঠি খেলা আমাদের হাজার বছরের পুরানো ঐতিয্য ।

দিন বদলের সাথে সাথে আমাদের পুরানো ঐতিয্য গুলি

আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছ । লাঠি খেলা সে গুলির

মধ্যে একটি ।বত্তমানে আমাদের দেশে লাঠি খেলা আগের

মত চোখে পরে না । আমাদের উচিৎ আমাদের সংস্কৃতির

এ ঐতিয্যে কে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা ।

আমাদের দেশে প্রাচীন কাল থেকে লাঠি খেলার

প্রচলন চলে আসছে। তখন রাজারা তাদের রাজ্য শাসনের

হাতিয়ার হিসাবে বিশাল লাঠিয়াল বাহিনী পালন করতো।

পরবতি্ কালে ইংরেজ আমলে জমিদারদের লাঠিয়াল বাহিনী

ছিল। লাঠি খেলার মাধ্যমে যারা বিরত্ত প্রদশন করতে পারতো

তারাই রাজা পরবতি্ কালে জমিদারদের লাঠিয়াল বাহিনীতে

লাঠিয়াল চাকুরী প্রাপ্ত হত। পরে জমিদের প্রথা বিলুপ্ত হলে

লাঠি খেলার প্রচলন ধিরে ধিরে কমতে থাকে।

আমাদের দেশে বত্তমানে জীবন এবং জিবীকার

তাগিদে মানুষ লাঠি খেলার মত সৌখিনতা থেকে দূরে সরে

যাচ্ছে। ফলে আমাদের এ প্রাচীন খেলাটি বিলুপ্তর পথে।

বত্তমানে আমাদের দেশের উত্তর অঞ্চলে

কিছু লাঠি খেলার প্রচলন দেখা যায়। যা খুবই সিমীত

আকারে। আসুন আমরা সকলে “লাঠি খেলা” কে

পূণজীবিত করি।।